নাপিত্তাছড়া ঝর্ণা (Napittachora Waterfalls) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত। এডভেঞ্চারপ্রেমীদের কাছে সাম্প্রতিক সময়ে এই ঝর্ণাটি খুব জনপ্রিয়তা পেয়েছে। নাপিত্তাছড়া ট্রেইলে একাধিক ঝর্ণা ও কুম আছে কাছাকাছি। এগুলো হলো বান্দরকুম, কুপিকাটাকুম, বাঘবিয়ানি ঝর্ণা, টিপরাকুম। চারপাশে পাহাড়, ঘন জঙ্গল, ঝিরিপথ আর মনোমুগ্ধকর ট্রেইল এই ঝর্ণাকে অনন্যতা দিয়েছে। এখানে মূলত তিনটি ঝর্ণা রয়েছে ঝর্ণা। এগুলো হলো কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম বা বান্দরিছড়া। আর ঝর্ণাগুলোতে যাওয়ার যে ঝিরিপথ রয়েছে সেটাকে নাপিত্তাছড়া ট্রেইল বলে।৪/৫ ঘন্টা সময় নিয়ে গেলে পুরো ট্রেইল সুন্দরভাবে শেষ করে আসা সম্ভব।
কুপিটাকুম
চট্টগ্রামের মিরসরাই এর নয়দুয়ার বাজার হতে ঝর্ণার ট্রেইল শুরু হয়। যাত্রা সুবিধার জন্য সাথে গাইড ও নিয়ে যেতে পারেন। পাহাড়ি ঝিরিপথ বেয়ে এগিয়ে গেলেই কিছু দূর পর দেখা মেলে প্রথম ঝর্ণা কুপিটাকুম। বর্ষায় এখানে প্রচুর পানি থাকার কারনে ঝর্ণার একদম কাছে যেতে হলে সাঁতার কেটে যেতে হবে।
মিঠাছড়া
কুপিটাকুম ঝর্ণার পরে একটি ঢালু পাহাড়ি পথ পাড় হলেই দেখতে পাবেন ২য় ঝর্ণা মিঠাছড়া। উচু পাহাড় হতে নেমে আসা ঝর্ণার পানির আওয়াজ পুরো অরণ্যে জুড়ে গর্জন করে।
বান্দরকুম
এরপর আরো কিছু পথ পাড় হয়ে দেখা মিলবে ৩য় ঝর্ণা বান্দরকুম বা বান্দরিছড়া। এই ঝর্ণাটি সবচেয়ে উঁচু ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণা গুলোর সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
কখন যাবেন
বর্ষার সময় যাওয়া সবচেয়ে ভাল সময়, তাহলে ঝর্ণার সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করা যাবে।
কিভাবে যাবেন নাপিত্তাছড়া ঝর্ণা
ঢাকা থেকে নাপিত্তাছড়া ঝর্ণা
চট্টগ্রামের মিরসরাই এর নয়দুয়ার বাজারে নাপিত্তাছড়া ঝর্ণা অবস্থিত। এজন্য ঢাকা হতে চট্টগ্রাম আসার পথে মিরসরাই এর নয়দুয়ার বাজার নেমে যেতে পারেন। আর যদি মিরসরাই বাজার নামেন তাহলে ওখান থেকে সিএনজি করে নয়দুয়ার বাজার আসতে হবে। সেক্ষেত্রে বাস ভাড়া নন এসি ৪২০ টাকা থেকে ৪৮০ টাকা। এসি ৮০০ টাকা থেকে ১১০০ টাকা।
চট্টগ্রাম থেকে নাপিত্তাছড়া ঝর্ণা
চট্টগ্রামের অলঙ্কার বা একেখান থেকে মিরসরাই এর বাস রয়েছে। এগুলো করে মিরসরাই এর নয়দুয়ার বাজার আসতে পারবেন।
যদি চান বাজার হতে গাইড নিতে পারেন৷ নিজেদের সুবিধামত দরদাম করে একটি গাইড ভাড়া করতে পারেন। এছাড়া নয়দুয়ার বাজার হতে পায়ে হেটে ৪০ থেকে ৪৫ মিনিট পথ হাড় হলেই দেখা মিলবে প্রথম ঝর্ণার।
কোথায় থাকবেন
নাপিত্তাছড়া ট্রেইল একদিনে সম্পূর্ণ করা যায়। তবুও যদি রাতে থাকতে চান তাহলে মিরসরাই বা সীতাকুণ্ড বাজারে কিছু হোটেল রয়েছে যেখানে রাত কাটাতে পারেন। এছাড়া ভালো হোটেলের জন্য চট্টগ্রামে যেতে পারেন।
খাবারের ব্যবস্থা
এইখানের নয়দুয়ার বাজারে খাবারের তেমন ব্যবস্থা নেই। এজন্য মিরসরাই বাজার চলে যেতে হবে ওইখানে খাবারের বিভিন্ন হোটেল রয়েছে।তাছারা নাপিত্তাছড়া ট্রেইলের পাশে ছোট ছোট খাবার হোটেল আছে।সেক্ষেত্রে আগে অডার করে রাখতে হবে।
পাহাড়ি ঝর্ণায় যাওয়ার সময় যা যা সাথে নিতে হবে
বর্ষাকালে ঝর্ণার পাথুরে পথ খুব পিছিল থাকে। এবং কোনো কোনো জায়গায় পানি খুব গভির হয়। তাই পূর্বপ্রস্তুতি হিসেবে কিছু জিনিস সাথে রাখতে হবে।
- ভালো জুতো বা স্লিপার পড়ে নেওয়া উচিত।
- বেশি করে পানি ও শুকনো খাবার রাখতে হবে।
- কাটা-ছেঁড়ার অষুধ সাথে রাখা দরকার।
- ব্যাগে কিছু বাড়তি কাপড় রাখতে হবে।
- মোবাইল বা ইলেকট্রনিক জিনিস রাখার জন্য প্লাস্টিক ব্যাগ রাখবেন ৷
বিঃ দ্রঃ - ভ্রমণ করার সময় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন না।
এছাড়াও কর্পোরেট,ফ্যামিলি অথবা গ্রুপ ট্যুরের জন্য জয়যাত্রা ট্রাভেল গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বারঃ ০১৭৩৮৬০১৯০৯/০১৯৫৪৪২৫৭৫৬
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন