দোলমঞ্চ মন্দির Dolmancha Mandir
দোলমঞ্চ মন্দির কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদর থেকে ৩ কিঃমিঃ পূর্বদিকে ধামশ্রেণী নামক সহানে অবসিহত। জমিদার রাণী সত্যবর্তীর (১৬৫৮-১৭৮৭খ্রি.) নিযুক্ত ব্রাহ্মণ পুরোহিতের গৃহ প্রাঙ্গণে সহাপিত এই মন্দিরটি এখন ভগ্নদশাপ্রাপ্ত। এ সহানে আরো কয়েকটি মন্দির আছে যেসব ১৮৯৭’র ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রসহ হয়।
চন্ডিমন্দির Chandi Mandir
চন্ডিমন্দির কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদর থেকে ৩ কিমি পূর্বদিকে ধামশ্রেণী নামক সহানে অবসিহত। মন্দিরটি মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে (১৬৫৮-১৭০৭) নির্মিত বলে একাধিক ঐতিহাসিক সূত্রে জানা যায়। মন্দিরটি দেখতে অনেকটা কালীমন্দিরের ন্যায়। ১৮৯৭ এর ভূমিকম্পে এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রসহ হয়। এখানে নতুন একটি মন্দির নির্মাণ করা হয়েছে। এখানেই ছিল বাহারবন্দ পরগণার সদর দপ্তর এবং জমিদার ছিলেন রাণী সত্যবর্তী। ধামশ্রেণীতে সিদ্ধেশ্বরী কালীমন্দির নামে আরেকটি মন্দির অবসিহত।
কিভাবে যাবেন দোলমঞ্চ মন্দির এবং চন্ডিমন্দির
দেশের যে কোন প্রান্ত থেকে কুড়িগ্রাম জেলা বাস টার্মিনালে পৌঁছার পর অটো(ইজি বাইক) যোগে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে জিজ্ঞাস করলেই পাওয়া যাবে চণ্ডী মন্দির ও দোলমঞ্চ মন্দির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন